আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে তার ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
বিদেশে উচ্চশিক্ষার নামে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের বিরুদ্ধে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতের সামনে এ মানববন্ধন করেন প্রায় কয়েকশ ভুক্তভোগী।